ET-1


Full Marks - 40


১) সঠিক উত্তরটি বেছে নাও


১.১ "সূচিপত্রেও নাম রয়েছে"-নামটি হল-


(ক) প্রথম দিনের গল্প


(খ) তপনের গল্প


ANS :- (গ) জ্ঞানচক্ষু


(ঘ) প্রথম দিন


১.২ "তারপর যুদ্ধ এল কার মতো?


(ক) পাহাড়ের আগুনের মতো


(খ) রক্তের সমুদ্রের মতো


ANS :- (গ) আগ্নেয় পাহাড়ের মতো


(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো


১.৩ "প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস" প্রদোষকাল হল


(ক) ভোর


(খ) দুপুর


ANS :- (গ) সন্ধ্যা


(ঘ) রাত


১.৪ "অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন" কে?


(ক) অন্নদাশঙ্কর রায়


ANS :- (খ) সত্যজিৎ রায়


(গ) সুবোধ ঘোষ


(ঘ) রাজশেখর বসু


১.৫ "আমি ভাইকে সাইকেল দিলাম"-পদ দুটি কোন কারক?


(ক) মুখ্যকর্ম ও গৌণকর্ম


ANS:- (খ) গৌণকর্ম ও মুখ্যকর্ম


(গ) দুটিই মুখ্যকর্ম


(ঘ) দুটিই গৌণকর্ম


১.৬ "পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করে" পদটি কোন কারক?


(ক) অপাদান কারক


(খ) কর্ম কারক


(গ) করণ কারক


ANS :- (ঘ) অধিকরণ কারক


১.৭ "পাখির ডাক শোনা যাচ্ছে"-এটি কী জাতীয় পদ?


(ক) সম্বোধন পদ


(খ) সম্বন্ধ পদ


(গ) অব্যয় পদ


ANS :- (ঘ) ক্রিয়া পদ